Saturday 28 December 2013

মার্চ ফর ডেমোক্রেসি.. পুলিশি ছিনতাইয়ে রক্ষা পেল না জুতোও!

চট্টগ্রাম: মার্চ ফর ডেমোক্রেসিতে যোগ দিতে পুলিশের নানা হয়রানির পর একপর্যায়ে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের চেকপোস্টে পুলিশের ছিনতাইয়ের শিকার হয়েছেন চট্টগ্রাম ছাত্রদলের দুই কর্মী।

তবে এ অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

ঘটনার শিকার চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা ছাত্রদলের কর্মী সালাউদ্দিন ও আব্দুস সাত্তার সুমনের অভিযোগ, কাঁচপুর ব্রিজ এলাকায় পুলিশের চেকপোস্টে ঢাকাগামী সব যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রীদের তল্লাশির নামে পুলিশ সদস্যরা যেভাবে পারছেন টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিচ্ছেন। প্রতিবাদ করলেই অভিযাত্রায় অংশগ্রহণের অভিযোগে আটক করার হুমকি দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করছেন।


ঢাকা থেকে নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান বলেন, ‘গণজমায়েতে অংশ নিতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা থেকে আসা ছাত্রদলের দুই কর্মীকে কাঁচপুর ব্রিজের চেকপোস্টে তল্লাশির নামে পুলিশ শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি তাদের কাছ থেকে টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে। পুলিশ সরকারদলীয় ক্যাডার বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার পাশাপাশি এখন ছিনতাইয়ে নেমে গেছে।’

তিনি বলেন, ‘সব চেয়ে মজার ব্যাপার হচ্ছে, পুলিশ সুমন নামের এক ছাত্রদলকর্মীর পায়ের বিদেশি জুতাও খুলে নিয়ে গেছে।’

ঢাকায় অবস্থানকারী চান্দগাঁও থানা ছাত্রদলের কর্মী আব্দুস সাত্তার সুমন (২৭) বলেন, ‘আমরা ছোট ছোট দলে ভাগ হয়ে কৌশলে চট্টগ্রাম থেকে শুক্রবার রাতে সৌদিয়া পরিবহনে করে ঢাকার উদ্দেশে রওনা দিই। পথে পথে পুলিশের নানা হয়রানি ও তল্লাশি শেষ করে সকালে কাঁচপুর ব্রিজ পর্যন্ত আসার পর ফের তল্লাশি শুরু করে পুলিশ। এসময় দুই জন পুলিশ কনস্টেবল নানা প্রশ্ন করার এক পর্যায়ে গাড়ি থেকে নামিয়ে কিছু দূরে নিয়ে আমার মানিব্যাগ থেকে ৯৫০ টাকা ও পায়ের জুতা খুলে নিয়ে যায়। আমার সাথে থাকা ছাত্রদলকর্মী সালাউদ্দিনের কাছ থেকেও ৪০০ টাকা নিয়ে নেন। এসময় টাকা নিতে না চাইলে তারা লাঠি দিয়ে বেশ কয়েকটা আঘাত করে ইউনিক পরিবহনের একটি গাড়িতে আমাদের তুলে দেন।’

অভিযুক্ত পুলিশ কনস্টেবলরা জ্যাকেট পরিহিত থাকায় তাদের নাম জানা সম্ভব হয়নি বলে জানান ওই ছাত্রদলকর্মী।

তবে এসব অভিযোগকে অস্বীকার করে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম টেলিফোনে বলেন, ‘ওই সময় সেখানে ২০ জনের একটি তল্লাশি টিম দায়িত্বে ছিল। সেখানে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে সন্দেহভাজন লোকজনকে তল্লাশি করা হয়েছিল। হয়তো ছাত্রদলের ওইসব কর্মীরা পুলিশের প্রতি ক্ষুব্ধ হয়ে বদনাম ছড়াতে এ ধরনের মিথ্যাচার করছে।’
http://www.banglamail24.com/index.php?ref=ZGV0YWlscy0yMDEzXzEyXzI4LTc3LTY5NzI0

No comments:

Post a Comment