Monday, 7 April 2014

গনজাগরন মঞ্চের চাঁদাবাজির সংক্ষিপ্ত লিস্ট/ তালিকা

১. এস পি মাহবুব থেকে ৪ লক্ষ টাকা বাপ্পাদিত্য বসুর সামনে লেনদেন
২. কানাডা থেকে জিয়াউল হক প্রবাসীদের ফান্ড লেনদেন বাপ্পাদিত্য বসুর পরিচিত।
৩. ইনসেপ্টা ৫ লক্ষ টাকা দিয়েছে নাছিরউদ্দিন ইউসূফ বাচ্চুর কাছে জানিয়েছেন ফরিদুর রেজা সাগর।
৪. বসুন্ধুরা গ্রুপ ২০ লক্ষ টাকা প্রদান করেছে ।
৫. রেনেটা ফার্মা (জামাতের) ৪ লক্ষ টাকা প্রদান করেছে।
৬. ল্যাবএইড ডা আর্সালনের মাধ্যমে ১০ লক্ষ টাকা প্রদান করেছে।
৭. ইস্পাহানি ১০ লক্ষ টাকা প্রদান করেছে।
৮. এফবিসিসিআই চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন হতে ৬০ লক্ষ টাকা।
৯. আবেদ খান ২.৫ লাখ টাকা ইমরান এইচ সরকারের হাতে প্রদান করেছে।
১০. হামীম গ্রুপ ২০ লক্ষ টাকা প্রদান করেছে।
১১. যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া থেকে থেকে আগত ফান্ড।
১২. হনিফ পরিবহন ১০ লক্ষ টাকা ইমরান এইচ সরকারকে ক্যাশ চেক।
১৩. অটবি ১০ লক্ষ টাকা এবং ফেব্রুয়ারী ৮ তারিখ পর্যন্ত খাবার প্রদান করেছে।
১৪. ৪.৬ লক্ষ টাকা প্রথম আলোর মাধ্যমে।
১৫. ফরিদুর রেজা সাগর ৬০ হাজার টাকা দিয়েছে সোমার মাধ্যমে ইমরানের কাছে ।
১৬. আওয়ামীলীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তোলা চাঁদা।
১৭. আওয়ামীলীগের অনেক এমপি-মন্ত্রী প্রচুর** টাকা দিয়েছে।


১৮. YPD এর মাধ্যমে প্রচুর টাকা সংগ্রহ করেছে কানিজ এ সুলতানা।
১৯. ৬ তারিখ গনজাগরন থেকে চাঁদা উঠেছে ৪৩ হাজার ।
২০. ৬ তারিখ কানিজ এ সুলতানার মাধ্যমে ১০ হাজার টাকা।
২১. দুইটি ল্যাপটপ দিয়েছে এক মেজর।
২২. বেস্টওয়ে গ্রুপ ৫ লক্ষ টাকা দিয়েছে।
২৩. ওয়াল্টন ইলিয়াস কাঞ্চনের মাধ্যমে ১০ লক্ষ টাকা প্রদান করেছে, রিসিভ করেছে নাছিরউদ্দিন ইউসূফ বাচ্চু।
২৪. সামিট গ্রুপ ২৫ লক্ষ টাকা ইমরান এইচ সরকারের কাছে প্রদান করেন সামিট গ্রপের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফরিদ খান
২৫. এ,টি,এন বাংলা থেকে জ ই মামুনের মাধ্যমে কানিজ এ সুলতানার হাতে দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা।
২৬. বায়ো ফার্মা ৫ লক্ষ টাকা প্রদান করেছে।
২৭. ইসলামী ব্যাংকের বর্ষপূর্তির অনুষ্ঠান পরিচালক আবদুন নূর তুষার ৭৫ হাজার টাকা।
২৮. এডভোকেট আনিসুল হক থেকে ১০ হাজার টাকা।
২৯. চট্টগ্রামের এক এমপির ছেলের কাছ থেকে নগদ অর্থ, হাজার লোকের খাবার, ট্রাক ভাড়া
৩০. ন্যাশনাল ব্যাংক একটি চেকে ৫০,০০০ টাকা। এটি ছাড়াও আরও দিয়েছে এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছে।
৩১. পিনাকী টাকা তুলেছে ডাক্তারদের কাছ থেকে যার সঠিক হিসাব পাওয়া যায়নি।
৩২. উত্তর আমেরিকার একটি এসসিয়েশন টাকা পাঠিয়েছিলো।
৩৩. পরমানু শক্তি কমিশনের সরকারি গাড়ি যা কানিজ ফাতেমার স্বামীর সেটা বেআইনিভাবে ব্যবহৃত হয়েছে।
৩৪ একটি সংগঠনের কাছ থেকে সেখানকার ব্লগারদের নাম করে জনপ্রতি ১ থেকে ৫ হাজার টাকা করে ইমরান নিয়েছে।
৩৫.নাইমুজ্জামান মুক্তার কাছে থেকে কবির বিন আনোয়ারের মাধমে টাকা নিয়েছে।
৩৬. লায়ন ফিডের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়েছে।

**আওয়ামী লীগের প্রায় ১৫০ এমপি, উপজেলা চেয়ারম্যান প্রত্যেকে গড়ে ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত দিয়েছে। 

সূত্র : সুশান্ত দাস গুপ্ত  https://www.facebook.com/sushanta.dasgupta/posts/10152378504769257

No comments:

Post a Comment