আজকে বিডি নিউজ ২৪ তাদের বাংলা ও ইংলিশ ভার্সনে নাস্তিক ব্লগার রাজীব ওরফে থাবা বাবা যে নুরানী চাপা সাইটে আল্লাহ ও তার রাসুল(সও ইসলামকে কুটুক্তি করেছে , সেটা নাকি মিথ্যা এবং নুরানী চাপা সাইটটি নাকি রাজিবের ..আসুন প্রথমে বিডি নিউজের খবরটি দেখি …বিডি নিউজ লিখেছে নূরানী চাপা সমগ্র’ রাজীবের নয় বিডি নিউজের লিংকটি হলো …http://bangla.bdnews24.com/bangladesh/article595435.bdnews
ইংলিশ ভার্সনের লিংক http://bdnews24.com/bangladesh/2013/02/25/nurani-chapa-not-rajibs
বিডি নিউজ ও আওয়ামী, নাস্তিক ব্লগারেরা দাবি করে যে জামায়াত শিবির নাকি nuranichapa.wordpress.com সাইটটি বানিয়েছে ..এখানে একটি কথা মনে রাখা দরকার এই ওয়েবসাইটটি যদি জামায়াত শিবির বানাতো তাহলে শাহবাগ বিরোধী আন্দোলনকে জমাতে সাইটটি মুছে দেওয়া হত না ..যেহেতু সরকারের সহযোগিতায় এটি মুছে দেওয়া হয় , নুরানী চাপা যে ব্লগার রাজীব ওরফে থাবা বাবার ব্লগ তা স্পস্ট প্রমাণিত। ২০১২ সালের মার্চ মাসে হাইকোর্টের একটি রিটের পরিপেক্ষিতে আমার দেশের মহামান্য সাংবাদিক মাহমুদুর রহমান হাইকোর্টে রাজিবের ইসলাম বিরোধী এই সব লেখা হাইকোর্টে ও উপস্থাপন করেন ..তাহলে এটি বুঝা যায় যে রাজীব অনেক আগে থেকেই ইসলাম বিরোধী নাস্তিকতায় লিপ্ত ছিল .
রাজীব ওরফে থাবা বাবা যখন নুরানী চাপা সাইটটি বানায় তখন সে ফেসবুকে স্টাটাস দেয় ..স্টাটাস এর স্ক্রিন শট দেখুন
স্ক্রিন শট এর লিংক হলো
উপরের লিংকটি কি প্রমান করে ? রাজীব হায়দারের নাস্তিক বন্ধুরা এবং বিডি নিউজ কি বলবে এখন ? সেই তো ব্লগ খুলে লাড়িয়ে দিয়েছে … [b] বিডি নিউজ তার রিপোর্টে বলে অথচ ১৫ ফেব্রুয়ারির আগে সাইটটিতে কেউ ভিজিট করেছেন এমন তথ্য নেই কোয়ান্টকাস্টে। অনলাইন ট্রাফিক ও পর্যবেক্ষণ সাইট অ্যালেক্সায়ও (alexa.com) ১৫ ফেব্রুয়ারির আগে এই সাইটিতে ভিজিট করার তথ্য নেই। তবে গত ১০দিনে বাংলাদেশে এই সাইটের (nuranichapa.wordpress.com) ট্রাফিক সিরিয়াল ১৩৭, যদিও ব্লগটি এখন বন্ধ রয়েছে।[/b] বিডি নিউজ যেখানে বলছে ১৫ ফেব্রুয়ারির আগে এই সাইটে ভিজিট করার কোনো তথ্য নাই .কিন্তু আলেক্সা কি বলে? আলেক্সার রিপোর্টটা দেখি
কোয়ান্টকাস্টে তথ্য না থাকার কারণ হলো সাইটটি যেহেতু স্থায়ীভাবে মুছে দেওয়া হয়েছে তাই কোনো তথ্য নাই … ব্যক্তিগত সাইট হওয়ার কারণে বেশি ভিজিটর না থাকায় এবং সাইটটি অনলাইন থেকে মুছে দেওয়ার কারণে আলেক্সা অনেক তথ্য দেখাতে পারছে না . তবে এই ছবিটিতে দেখা যাচ্ছে গত তিন মাস আগে এই সাইটে ভিজিট করেছিল 0.00195..তাহলে এটা স্পস্ট নুরানী চাপা ব্লগটি অনেক আগেই তৈরী …এবং এটি রাজীব নিজেই তৈরী করেছে ,..
আলেক্সা সাইটের লিংকটি হলো
এখন আমরা প্রমান করব রাজীবই থাবা বাবা .. থাবা বাবা মারার যাওয়ার পর অমি রহমান পিয়ালের স্টাটাসটি দেখুন ..স্টাটাসটি দেওয়া হয়েছিল ১৫ই ফেব্রুয়ারী বিকাল ৪:২৬ মিনিটে ..অমি পিয়ালের স্টাটাসের স্ক্রিন শট দেওয়া হলো . অমি পিয়ালের ফেসবুক স্টাটাসের লিংক
এবার দেখি রাজীব মারা যাওয়ার পর প্রথম আলো কি লিখেছে .. ব্লগার রাজীব হায়দার ‘থাবা বাবা’ ছদ্মনামে ব্লগ ও ফেসবুকে বিভিন্ন বিষয়ে মতামত দিতেন। তাঁর মতামত অনেকের অপছন্দ হতে পারে; কিন্তু মতামতের জন্য যদি তিনি হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকেন, তবে তা সত্যিই গভীর উদ্বেগের বিষয়। প্রথম আলোর লিংক হলো
তাহলে এটি স্পস্ট রাজীব হায়দারই হলো থাবা বাবা থাবা বাবার কিছু ইসলাম বিরোধী কার্যক্রম তার ফেসবুক থেকে দেখাচ্ছি ..গত বছর ২৪ সেপ্টেম্বর রাজীব হায়দার একটি ছবি পোস্ট করে তার
এবার রাজীব ওরফে থাবা বাবার ফেসবুকে মহাকাল হৃদয় নামের একজনের একটা স্টাটাস দেখুন
আমার ব্লগে থাবা বাবা কিভাবে জঘন্য ভাষায় ইসলামকে আঘাত করেছে তা দেখুন এখন
থাবা বাবা ওরফে রাজিবের আমার ব্লগের স্ক্রীন শটের লিঙ্কের লিঙ্ক দেওয়া হলো
থাবা ওরফে রাজিবকে প্রশ্ন করেছিল নুরানীচাপা সিরিজের খবর কি .উত্তরে রাজীব বলেছিল সে কাজে কর্মে ব্যস্ত আছে .তবে ড্রাফট করে রেখেছে .পরে পাবলিশ করবে …. [b]তাহলে এটি কি প্রমান করে না নুরানী চাপা রাজীব ওরফে থাবা বাবারই লেখা[/b] ফেসবুকে গত বছর জুলাই মাসে নুরানী চাপা সিরিজে ইসলাম , হজরত মুহাম্মদ (স:) কে নিয়ে জঘন্য লেখা লিখে রাজীব ওরফে থাবা ..স্ক্রীন শটটি
স্ক্রিন শটটির লিংক হলো …https://www.facebook.com/thaba.baba/posts/10151249853140830
এবার রাজিবের ফেসবুকের আরেকটি লিংক দেখি এটি ও নুরানী চাপা সাইটের লেখার সাথে হুবুহু মিল স্ক্রীন শটটি হলো
থাবা বাবা ওরফে রাজিবের ফেসবুক লিংক হলো
উপরে যে লিংকগুলো দেওয়া হয়েছিল সেগুলো ছিল ২০১২ সালের তাহলে উপরের প্রমাণগুলো কি প্রমান করে না থাবা বাবা ওরফে রাজীব একজন নাস্তিক ছিল ? নুরানী চাপা সাইটটি তার ছিল ? আওয়ামী মিডিযা ও নাস্তিক বিডি নিউজ রাজিবের ওয়েবসাইট না বলে যতই হলুদ সাংবাদিকতা করুক না কেন , এরা যে স্পস্ট মিথ্যাবাদী তা কি প্রমাণিত হয় ? আসুন সকলেই এইসব নাস্তিক মুরতাদদের বিরুদ্বে দুর্বার আন্দোলন গড়ে তুলি . আর নিচের ভিডিও লিংকে স্পস্ট প্রমান পাবেন থাবা বাবাই নুরানী চাপার লেখক
থাবা যে নাস্তিক ছিল তা নিয়ে এখনো কেউ কনফিউসড আছে দেখে আবাই হই । প্রথমেই বলে রাখি "নাস্তিক হলেই এভাবে খুন করা সাপোর্ট করি না" । আর যে সাংঘাতিকদের নাম লিখেছেন তারা ত "কপি-কাটের" পার্থক্যই বুঝে না তারা আবার আইটি বিশেষজ্ঞ হয়।
ReplyDelete