


তো খালেদা জিয়া ইলিয়াস আলীকে ফেরত দিতে সরকারকে শনিবার পর্যন্ত আল্টিমেটাম দিয়ে একটা পোস্ট দিলো ............
পোস্ট দেওয়ার পরই প্রথম কমেন্ট করলো হাসিনা ......
হাসিনা : আপনারাই তো ইলিয়াস আলীকে গুম করে নাটক করছেন .....



কমেন্টের জবাবে খালেদা : হ্যা আমাদের আর খাইয়া কাম নাই , আপনারা সুরুঞ্জিতের ৭০ লাখ টাকা ঘুষের ঘটনা ধামাচাপা দিতেই ইলিয়াস আলীকে গুম করেছেন .....




এই কমেন্টের জবাবে হাসিনা : আসল কথা হলো আপনারা ইস্যু বানানোর জন্য ইলিয়াস আলীকে গুম করেছেন ...( মনে মনে হাসিনা আমরা যেই রকম শেরাটনের সামনে বাসে আগুন দিয়ে ১১ জন মেরেছিলাম )
খালেদা : আপনি তো প্রধানমন্ত্রী , তো আপনিই বের করুন কে গুম করেছে ......

হাসিনা : আমরা তো চেষ্টা করতেছি ( মনে মনে আমার বাপকে এই দেশের মানুষ মেরেছে , ইলিয়াসকে গুম তো করেছি আমরা , এখন খালেদা হরতাল দিয়ে দেশের বারোটা বাজাক )
খালেদা : আপনাদের কত ঘন্টা লাগবে , আর আপনাদেরিতো মানুষের জানমাল রক্ষা করার দ্বায়িত্ব

হাসিনা : ৪৮ ঘন্টা তো বলেছি , কিন্তু একটা জিনিস মনে রাখবেন , ইলিয়াস গুম হয়েছে রাস্তা থেকে , আর কারো জন্য রাস্তা পাহারা দেওয়া আমাদের দ্বায়িত্ব না


এরই মধ্যে লীগ বিএনপির ব্লগারেরা খালেদা হাসিনাকে সাপোর্ট করে কমেন্ট করতেছে ..





এবার ইলিয়াস প্রসংগ বাদ দিয়ে পোস্ট অন্য দিকে ডাইভার্ট হচ্ছে


খালেদা : আসেন আমরা তত্ববধায়ক সরকারকে ফিরিয়ে নিয়ে আসি

হাসিনা : তত্বাবধায়ক সরকার আপনাকে কোলে তুলে ক্ষমতায় আনবে না

এরই মাঝে বিএনপির পাপিয়া ব্লগে লগিন করেই হাসিনার এই কমেন্ট দেখে সাথে সাথে রিপ্লাই
পাপিয়া : ৯৬ তে গোলাম আযমের কোলে বসে আর ২০০৮ এ মইন ফখরুদ্দিনএর কোলে বসেই তো আপনারাই ক্ষমতায় এসেছিলেন


হাসিনা : পাপিয়ার কমেন্ট দেখে , মডুরা এই কমেন্ট ক্যামনে রাখে এখনো পর্যন্ত, এই কমেন্ট না মুছলে ইলিয়াসের মত ব্লগ কিন্তু গুম কইরা দিমু .. ( মনে মনে হাসিনা ,পাপিয়া কিন্তু মিথ্যা বলে নাই ,আমিই তো কৈছিলাম তত্বাবধায়ক সরকার আমাদের আন্দোলনের ফসল )

হটাত সংসদের স্পিকারের মত মডুরা পাপিয়াকে নোটিশ পাঠালো , নীতিমালা লঙ্গনের কারণে আপনার মন্তব্যটি মুছে ফেলা হলো , এবং আপনাকে সতর্ক করা হলো


( পাপিয়া রাগে দুক্ষে মডুদের মেইল করলো , আর বেশী দিন কিন্তু বাকি নাই , দেড় বছর পর কিন্তু সুদে আসলে ফেরত নিমু , এখনো সময় আছে ভালো হইয়া যায় )




এবার হাসিনা পাপিয়ার ওই কমেন্টের রাগ ঝাড়লো জিয়া পরিবারের উপর ,রাগে দুক্ষে একটা কমেন্ট করলো : খালেদার জন্ম শিলাগুরিতে , আর জিয়া ঘটনা চক্রে মুক্তিযোদ্বা


খালেদা : আপ্নে এতগুলো ডিগ্রী কিনে ও কিভাবে কথা বলতে হয় তা শিখেন নাই


এই কমেন্ট দেখে হাসিনা লীগ মার্কা ব্লগারদের লগি বৈঠা






ব্লগে তুমুল উত্তেজনা , যেই কোনো সময় কিছু একটা ঘটে যেতে পারে











( এইটা একটা কাল্পনিক সংলাপ , বাস্তবের সাথে মিলে গেলে চেয়ারম্যান দায়ী না )
আর ব্লগ ঠিক থাকলে হাসিনা খালেদা কি কি কমেন্ট করতো , আপনারা ও সেটি যোগ করতে পারেন



No comments:
Post a Comment